উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের সড়ক অবরোধ, তীব্র দুর্ভোগ

বাংলাদেশ চিত্র ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকদের পূর্ণ বহালের দাবিতে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টা থেকে উখিয়ার কোটবাজার এলাকায় শুরু হওয়া এ অবরোধে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে তীব্র গরমে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন এবং পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন।

আন্দোলনকারীরা জানান, কোনো কারণ ছাড়াই রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে স্থানীয় ১ হাজার ২৫০ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। অথচ রোহিঙ্গা শিক্ষকরা দায়িত্বে বহাল আছেন। এর প্রতিবাদে তারা পূর্ণবহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শিক্ষকরা অভিযোগ করেন, এর আগেও একবার তারা সড়ক অবরোধ করেছিলেন। তখন রাজনৈতিক নেতা ও প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু দাবি পূরণ না হওয়ায় আবারও অবরোধে নামতে হয়েছে। অবরোধ চলাকালে দেশি-বিদেশি এনজিও কর্মীদের ক্যাম্পে প্রবেশও বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী জিনিয়া শারমিন রিয়া এক ফেইসবুক পোস্টে বলেন, “উখিয়ার মানুষ যখন রাজপথে দাঁড়িয়েছিল নিজের অস্তিত্বের দাবিতে, তখন নেতারা বলেছিলেন পাশে থাকবেন। কিন্তু আজও কোনো সমাধান নেই, শুধু নীরবতা। প্রতিশ্রুতি কি মিথ্যে ছিল?”

আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

Share This Article