
কক্সবাজারের উখিয়ায় একই দিনে তিনটি পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুটি আত্মহত্যা ও একটি দুর্ঘটনাজনিত মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাগুলো ঘটেছে রবিবার (২৬ অক্টোবর) হলদিয়াপালং ও জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন স্থানে।
সকাল ৭টায় জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়ার রেজুখাল থেকে উদ্ধার করা হয় নিখোঁজ স্কুলছাত্র শাহীন সরওয়ার ফরহাদের (১২) মরদেহ। শনিবার বিকেলে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়েছিল সে। উখিয়া ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম ডুবুরি দলের সহায়তায় মরদেহটি উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করা হয়।
একই দিন সকাল ১১টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের বক্তাতলী এলাকায় পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করেন মুন্নী আক্তার (২২)। দ্রুত তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও দুপুর দেড়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি স্থানীয় ওবায়দুল হকের স্ত্রী।
রাতে জালিয়াপালং ইউনিয়নের পূর্ব সোনারপাড়া এলাকায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মাহমুদুল হক (৩৭), মৃত আব্দুল মজিদের ছেলে। স্থানীয়দের ধারণা, দাম্পত্য কলহ তাকে এই সিদ্ধান্তে পৌঁছে দেয়।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, খবর পেয়েই উদ্ধার অভিযান চালানো হয় এবং চট্টগ্রাম ডুবুরি দল মরদেহ উদ্ধার করে। তিনি সতর্ক করে বলেন, সাঁতার না জানা কেউ যেন জলাশয়ে না নামে।
উখিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, “একই দিনে তিনজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুটি আত্মহত্যা ও একটি দুর্ঘটনা। প্রতিটি ঘটনায় পুলিশ তদন্ত সম্পন্ন করেছে। প্রাথমিকভাবে এগুলো স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে।”