
কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি স্থান থেকে এক স্থানীয় যুবক ও এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ও সন্ধ্যায় এ দুটি লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব লেঙ্গুরবিল গ্রামে সন্ত্রাসীদের হামলায় নিহত হন মো. আলম (৩৮)। তিনি ওই এলাকার মৃত মৎসব আলী ওরফে কালুর ছেলে। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই দিন সন্ধ্যায় ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ওয়েস্ট ই-ব্লকে জাহিদ আলম (২৫) নামের এক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ক্যাম্পের বাসিন্দা আমান উল্লাহর ছেলে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও পুলিশ বিষয়টি তদন্ত করছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, “দুটি ঘটনায় পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একটি হত্যাকাণ্ড এবং অন্যটি রহস্যজনক মৃত্যু হিসেবে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”
দুটি মৃত্যুই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।