উত্তরা পূর্ব থানা এলাকা থেকে আ.লীগ নেতা মহসিনসহ গ্রেফতার ২

বাংলাদেশ চিত্র ডেস্ক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত করার খবর পেয়ে আওয়ামী লীগ নেতা মহসিনসহ ২ জন মিছিলকারীকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

রবিবার (৯ নভেম্বর) সকাল অনুমান ৮টা ৪৫ মিনিটের সময় তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম মো. মহসিন হোসেন (৫০) ও মো. আমির উদ্দিন (৪১)। মহসিন দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, উত্তরা পূর্ব থানাধীন আজমপুর ৬ নম্বর সেক্টরস্থ শাহজালাল এভিনিউ টি অ্যান্ড টি ভবনের সামনে পাকা রাস্তার উপর থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. ফজলে আশিক জানান, “গোপন সংবাদে খবর পেয়ে এসআই (নিঃ) মো. আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্স অ্যাপোলো-৯৬ ডিউটি করাকালীন ঘটনাস্থলে ছুটে যান।”

থানা পুলিশ আরও জানান, “আসামীসহ এজাহারনামীয় মোট ১১ জন সহ অজ্ঞাতনামা ৩০/৪০ জন আসামীরা একত্রিত হয়ে রবিবার (৯ নভেম্বর) সকাল অনুমান ৮টা ৪৫ মিনিটের সময় ০১ (এক) টি ব্যানার, যাহার গায়েতে ‘তথাকথিত ক্যাঙারু কোর্টে প্রহসনের বিচার বন্ধ এবং অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল’ সম্বলিত বিভিন্ন লেখা সহ ছবি, ঘটনাস্থলে আসিয়া সমবেত হয়।”

থানা পুলিশ আরও জানান, “আসামীরা ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে উৎসাহ প্রদানসহ জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রকে অস্থির করার উদ্দেশ্যে ‘ইউনুসের চামড়া তুলে নিবো আমরা’, ‘শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই’, ‘১৮-এর মাটি শেখ হাসিনার ঘাঁটি’ ইত্যাদি স্লোগান সহ বিভিন্ন ধরনের রাষ্ট্র বিরোধী স্লোগান দিয়া ঘটনাস্থলে বিশৃঙ্খলা ও জনমনে আতঙ্কের সৃষ্টি করে।”

Share This Article