উদ্যোক্তা তৈরিতে কাজ করছেন যশোরের সাদিয়া আফরিন। ২০২০সালে যখন করোনায় স্তব্ধ পুরো বিশ্ব, চাকরি হারা হাজারো মানুষ তখনই উদ্যোক্তা তৈরির জন্য কাজ শুরু করেন তিনি। প্রতিষ্ঠা করেন ফারহান এ্যান্ড কোম্পানি লিমিটেড নামে উদ্যোক্তা সেবামূলক প্রতিষ্ঠানের।
শুরুটা মোটেও সুখকর ছিলোনা। আশে-পাশের মানুষের কটাক্ষে পিছপা না হয়ে স্বামীর সহযোগিতায় দৃঢ়ভাবে কাজ করতে থাকেন। প্রথম দিকে শিক্ষিত বেকার তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করার জন্য আলোচনা শুরু করেন। বর্তমানে উদ্যোক্তাদের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে ফারহান এ্যান্ড কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠার চার বছরে দুই শতাধিকের অধিক লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। রিটার্ণ জমা থেকে শুরু করে কোম্পানির যাবতীয় কাজে তাদের সহযোগিতা কার্যক্রম চলছে।
উদ্যোক্তা তৈরির পাশাপাশি জড়িত হয়েছেন বিভিন্ন ব্যবসায়। নেতৃত্ব দিচ্ছেন নারীদের নকশিকাঁথা, বেডশিট, থ্রি পিস, শাড়ী সহ বিভিন্ন পণ্য প্রস্তুতে। বেকার নারীদের সাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।
কাজ করছেন মোটর লুব্রিকেন্ট ব্যবসার সাথেও।
সাদিয়া আফরিন জানান, বর্তমানে তিনি তিনি লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন, ফায়ার লাইসেন্স, পরিবেশ লাইসেন্স, ট্রেডমার্ক, বিএসটিআই, আমদানি-রপ্তানি লাইসেন্স সহ সকল প্রকার ব্যবসা সংক্রান্ত পরিকল্পনা ও সেবা প্রদান করছেন।
আপনার মতামত লিখুন :