আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর জেলার চাটখিল উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার রুহুল আমিনের নিজ উদ্দ্যেগে আওয়ামীলীগের বিশিষ্ট ব্যাক্তিবর্গ এবং নেতা কর্মীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।
চাটখিল পৌর বাজার উপজেলা পরিষদ মাঠে চাটখিল উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড রাজনৈতিক ব্যক্তিদের মাঝে নগদ অর্থ, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন।
অনুষ্ঠানে চাটখিল উপজেলা পরিষদ ও একটিভ ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগ যুগ্ম-আহব্বায়ক নজরুল দেওয়ানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহমত উল্যাহ ও আজিজা ফাউন্ডেশন চেয়ারম্যান ও প্রধান মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম।
এই সময় আরো বক্তব্য উপস্থাপন করেন সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, চাটখিল উপজেলা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বাবর সহ আরো অনেকে।