![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বিল্লাল হোসাইন, জামালপুর :
উপজেলার প্রতিষ্ঠাতা এরশাদ তুমি শ্রেষ্ঠ নেতা এই স্লোগান নিয়ে ২৩ শে অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে জামালপুরে জাতীয় পার্টির পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে শহরের স্টেশন রোডস্থ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ের সামনে এ পথ সভা ও আলোচনা সভার আয়োজন করেন জামালপুর সদর উপজেলা জাতীয় পার্টি।
জামালপুর সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডা: ইয়াছিন আলী আকন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য দেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন খান।
সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক মো: মামুনুর রসিদ মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, তথ্য ও প্রযুক্তি গবেষণা বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার আবদুল লতিফ, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব ইঞ্জিঃ এস এম জিল্লুর রহমান জনি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মোঃ আকরাম হোসেন, জাতীয় প্রাক্তন সৈনিক পাটি জেলা শাখার আহ্বায়ক আতাউর রহমান আজাদ, জেলা জাতীয় যুব সংহতির শহর শাখার সদস্য সচিব ইব্রাহিম হোসেন, জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবদুল্লা আল ফারুকসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীবৃন্দ।
বক্তারা বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বেঁচে থাকলে দেশ আজ আরও এগিয়ে যেতো। তার হাত ধরেই উপজেলা প্রতিষ্ঠাতা পেয়েছে। জাতীয় সংসদ নির্বাচন এলেই জাতীয় পার্টিকে নিয়ে টানাটানি শুরু হয়। জাতীয় পার্টি আর কারো পিছে যাবে না। আমরা এককভাবে নির্বাচনে অংশ নিবো এবং জাতীয় পার্টি সরকার গঠন করে জনগণের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাবে।
এসময় বক্তারা হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করেন।