![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ জুন।
১২৮ বর্গ কিলোমিটার নিয়ে গঠিত এ উপজেলায় ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবারের উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯৯ হাজার ৫৬৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫০ হাজার ৪২০ ও মহিলা ৪৯ হাজার ১৪৫ জন। এসকল ভোটারগণ ৪০টি কেন্দ্রের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবেন।
আলফাডাঙ্গা পৌরসভায় ছয়টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৪,৯৮১ জন। এরমধ্যে পৌরসভার আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় (২৯৩১), নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (২০৬২), নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় (২০৫৪), দক্ষিণ কুসুমদি সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৭২৯), আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় (৩২৮০) ও আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে (১৯২৫) জন ভোটার রয়েছেন।
বুড়াইচ ইউনিয়নের সাতটি কেন্দ্র ১৭,২২৫ জন ভোটার রয়েছে। এরমধ্যে মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৪৯৬), কঠুরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৩০৬), শিয়ালদী আলীম মাদ্রাসা (৩৫৯৪), জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৫৫৩), বারাংকুলা উচ্চ বিদ্যালয় (২৭৬৭), হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় (৩৪৯৩) ও খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (১০১৬) জন ভোটার আছে।
গোপালপুর ইউনিয়নে ছয়টি কেন্দ্রে ১৪,৬৪৮ জন ভোটার রয়েছে। এরমধ্যে গোপালপুর বায়তুল ফালাহ দাখিল মাদ্রাসা (২৩৪৮), গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৪৬৪), কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় (২১১৩), কামারগ্রাম কাঞ্চন একাডেমী (২০৮৮), কুচিয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় (২২৫৯) ও পাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৩৭৬) জন ভোটার রয়েছেন।
আলফাডাঙ্গা ইউনিয়নে তিনটি কেন্দ্রে ৭,৯৮১ জন ভোটার রয়েছে। এরমধ্যে শুকুরহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৬০২), মহিষারঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৬৬৬) ও জাটিগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (২৭১৩) জন ভোটার আছে।
টগরবন্দ ইউনিয়নে সাতটি কেন্দ্রে ১৬,৮৩৩ জন ভোটার সংখ্যা রয়েছে। এরমধ্যে মালা উচ্চ বিদ্যালয় (৩৪৮২), টগরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৯৫৭), শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যাপীঠ (১৫২০), টিটা পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৭১১), পানাইল ইউনাইটেড একাডেমী (২৪১৫), পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৪০৩) ও চরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৩৪৫) জন ভোটার রয়েছে।
বানা ইউনিয়নে ছয়টি কেন্দ্রে মোট ভোটার ১৫,৪৭১ জন। এই ইউনিয়নের শিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৩৩৭), শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় (২৩০৮), টোনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৩৩৫),দীঘলবানা সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৮১), বেলবানা সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৮৩৭) ও বানা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (২৬৭৩) জন ভোটার রয়েছে।
পাঁচুড়িয়া ইউনিয়নে পাঁচটি কেন্দ্রে মোট ভোটার ১২,৪২৬ জন। এরমধ্যে যোগীবরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৫৫৩), চাঁদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯১৮), পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৩৬৮), ধুলজুড়ী উচ্চ বিদ্যালয় (৩৬১২) ও পশ্চিম চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (৯৭৫) জন ভোটার আছে।
আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।