উপজেলা নির্বাচন :শতাধিক মোটরসাইকেল আটক

বাংলাদেশ চিত্র ডেস্ক

উপজেলা নির্বাচন কে সামনে রেখে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় মোটরসাইকেল আটকে অভিযান চালিয়ে জেলা পুলিশ। সোমবার (২০ মে) বিকেলে দুই উপজেলা অভিযান চালিয়ে শতাধিক মোটরসাইকেল আটক করা হয়েছে।

জানা যায়,নির্বাচনে আচরণবিধি অনুসারে, ১৯ মে রাত ১২টা থেকে ২২ মে রাত ১২টা নাগাদ ভোটের এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

পুলিশ জানায়, সোমবার বিকেল কসবা পৌর এলাকার তেতৈয়া মোড়ে চেকপোস্ট বসানো হয়। অন্যদিকে আখাউড়া পৌর এলাকার মায়াবী সিনেমা হল মোড় ও বাইপাস এলাকায় চেকপোস্ট বসানো হয়।

অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. বিল্লাল হোসেনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, অবৈধ মোটরসাইকেল এবং নির্বাচন কমিশনের স্টিকার ছাড়া মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া আছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাদের বৈধ কাগজপত্র আছে তারা নির্বাচনের পর মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন বলে তিনি জানান ।

Share This Article