উৎক্ষেপণের ১০ মিনিটেই ভেঙে পড়ল মাস্কের স্টারশিপ

বাংলাদেশ চিত্র ডেস্ক

উৎক্ষেপণের ১০ মিনিটের মধ্যেই আবার ভেঙে পড়েছে ইলন মাস্কের স্টারশিপ রকেট। চলতি বছরে দ্বিতীয়বারের মতো এমন পরিস্থিতিতে পড়েছে স্টারশিপ।

শুক্রবার (০৭ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার এটি উৎক্ষেপণ করা হয়। এরপর মাত্র ১০ মিনিটের মাথায় পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে স্টারশিপ। এরপরই এটিতে আগুন লেগে যায়।

স্টারশিপে অগ্নিকাণ্ডের ফলে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে থাকে। ফলে ফ্লোরিডা ও তার কাছের এলাকায় বেশ কিছু সময় বিমান চলাচল বন্ধ রাখা হয়।

কেন এই বিস্ফোরণ?

চলতি বছরের শুরুর দিকে একইভাবে স্টারশিপের একটি রকেট ভেঙে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এ ধনকুবেরের এটি দ্বিতীয় বারের মতো ব্যর্থতা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ রকেটটি উৎক্ষেপণ করা হয়।

রকেটটি উৎক্ষেপণের পর বুস্টার অংশটি আলাদা হয়ে পৃথিবীর দিকে নেমে আসে। মাঝপথে তাকে ধরে ফেলে একটি ক্রেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে স্টারশিপের বাকি অংশ ঘুরতে থাকে। একাধিক ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

স্পেসএক্সের লাইভ ইভেন্টে মুখপাত্র ড্যান হুয়ট বলেন, দুর্ভাগ্যবশত গতবারও একই ঘটনা ঘটেছিল। আমাদের খানিকটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে।

Share This Article