ঊষা’ ইবি শাখার সভাপতি অংকন, সম্পাদক যোবায়ের

বাংলাদেশ চিত্র ডেস্ক

ইবি প্রতিনিধি-
কালীগঞ্জ থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন ‘ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ঊষা)’ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৩-২৪ বর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিন তানভীর অংকনকে সভাপতি ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের যোবায়ের আল-মাহমুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনটির ইবি শাখার সদ্য বিদায়ী সভাপতি কাজী মাহিন আহমেদ ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবেন। নতুন কমিটিকে দ্রুতসম্ভব পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যে নির্দেশনা দেয়া হয়েছে।

কমিটির সভাপতি হিসেবে মনোনীত সাকিন তানভীর অংকন বলেন, আমাকে এই দায়িত্বপ্রদানের জন্য সংশ্লিষ্ট সংকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই সংগঠনের সদস্যদের সার্বিক কল্যাণে কাজ করে যাবো। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

নাজমুল সুজন বিশ্বাস // দৈনিক বাংলাদেশ চিত্র

Share This Article