বিশেষ প্রতিনিধি ::
একইদিনে মৃত্যুবরণ করেছেন সরকারের উচ্চপদস্থ দুই কর্মকর্তা। একজন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুন নাহার। আরেকজন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব জিনাত জাহান। শনিবার (৪ ফেব্রুয়ারি) আলাদা সময়ে মারা গেছেন এই দুই নারী কর্মকর্তা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দুই সহকর্মীর মৃত্যুতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আনুষ্ঠানিকভাবে শোক জানিয়ে পাবলিক এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।
জানা গেছে, সদ্য প্রয়াত অতিরিক্ত সচিব হাবিবুন নাহার বিসিএসের ১৩ ব্যাচের কর্মকর্তা ছিলেন। তবে তিনি কোথায়, কিভাবে মারা গেছেন তা জানা যায়নি। অন্যদিকে প্রয়াত উপসচিব জিনাত জাহান বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে স্কয়ার হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় সেখানে মারা গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জিনাত জাহান টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। দুই সন্তানের জননী জিনাত জাহানের স্বামী পুলিশ বিভাগে কর্মরত আছেন।