একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

বাংলাদেশ চিত্র ডেস্ক

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সোমবার (১০ নভেম্বর) ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের ১২টি প্রকল্প অনুমোদন করেছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের পঞ্চম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্যখাতে জরুরি ব্যয়ের জন্য ৩ হাজার ৪২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই অর্থের মধ্যে ২ হাজার ১৮১ কোটি টাকা রাজস্ব খাতে এবং ১ হাজার ২৪১ কোটি টাকা উন্নয়ন খাতে ব্যয় হবে। গর্ভনিরোধক, ওষুধ, প্রতিষেধক ও বিভিন্ন চিকিৎসাসামগ্রী কেনার জন্য সবচেয়ে বড় অংশ বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়াও সভায় ৮টি নতুন প্রকল্প, ২টি সংশোধিত প্রকল্প এবং ব্যয় বৃদ্ধি ছাড়াই মেয়াদ বৃদ্ধির জন্য আরও ২টি প্রকল্প অনুমোদন লাভ করে। অনুমোদন দেয়া প্রকল্পগুলোর ব্যয়ের পুরোটাই সংস্থান হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। 

Share This Article