সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন ঢেলে সাজাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এছাড়া ১৬৬ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দেওয়া হয়েছে। একইদিনে ১৫৮জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আট বিভাগের ১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একযোগে বদলি করে বিভিন্ন দফতরে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এসব কর্মকর্তা আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন; অন্যথায় তিনি ৩০ নভেম্বর বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তার দফতর/ কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দফতরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
