![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় ঘোষণা চলছে। রোববার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় পড়া শুরু করেন।
তবে এ সময় আদালতের দরজা খোলা থাকায় রায় দিতে বিচারপতিদের বিঘ্ন ঘটেছে। পরে কোর্টের নির্দেশে দরজা ও ছিটকিনি বন্ধ করার পর ফের রায় পড়া শুরু হয়। এতে কোর্টকে সহায়তা করেন আইনজীবী কায়সার কামাল ও বারের আইনজীবী নেতারা। রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালতে তিন ধারণের ঠাই নেই।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার গঠনের পর গত ২৩ অক্টোবর চাঞ্চল্যকর এই হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির দফতর থেকে হাইকোর্টে পাঠানো হয়। পরে ৩১ অক্টোবর মামলার পেপারবুক পাঠের মধ্যে দিয়ে রাষ্ট্রপক্ষ শুনানি শুরু করে। গত ২১ নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি গ্রহণ শেষ হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ১০ অক্টোবর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ বিচারিক আদালত এই রায় ঘোষণা করেন।