এখনও ডিভোর্স হয়নি, ক্ষোভ ঝাড়লেন সায়রা বানু!

বাংলাদেশ চিত্র ডেস্ক

সম্পর্ক নিয়ে অবশেষে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমানের স্ত্রী সায়রা বানু। ক্ষোভ প্রকাশ করে সায়রা জানান, তিনি ‘প্রাক্তন স্ত্রী’ নন।

রোববার প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এ আর রহমান। এ মুহূর্তে অসুস্থ শিল্পীর পরিচর্যায় নিয়োজিত পরিবারের সদস্যরা। এমন সময়েই সংবাদমাধ্যমে ক্ষোভ ঝাড়লেন ‘প্রাক্তন স্ত্রী’ সায়রা বানু।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, গণমাধ্যমে একটি অডিও বার্তা পাঠিয়ে ক্ষোভ প্রকাশ করেন সায়রা। যেখানে তিনি জানান, তার সঙ্গে এ আর রহমানের এখনও অফিশিয়ালি ডিভোর্স হয়নি। ক্ষোভ প্রকাশ করে সংবাদমাধ্যমে ‘প্রাক্তন স্ত্রী’ সম্বোধন না করার অনুরোধও করেন তিনি।

সায়রার ভাষায়, অফিশিয়ালি ডিভোর্স না হওয়ায় আমরা এখনও স্বামী, স্ত্রী। স্বাস্থ্যগত সমস্যার কারণে গত দুই বছর ধরে আমরা আলাদা আছি। এ সময়ের মধ্যে আমি কোনোরকম তাকে (এ আর রহমান) মানসিক চাপ দিতে চাইনি। তাই আমার অনুরোধ, আমাকে ‘প্রাক্তন স্ত্রী’ বলে তার মানসিক চাপ আর বাড়াবেন না।

পরিবারের সদস্যদের উদ্দেশে সায়রা বলেন, পরিবারসহ সবার কাছে আমি অনুরোধ করছি, কেউ যেন তাকে কোনো মানসিক চাপ না দেন এবং তার যত্ন নেন।

রোববার (১৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ ঘাড় ও বুকে ব্যথা শুরু হলে দ্রুত চেন্নাইয়ের গ্রিমস রোডের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় গায়ককে। সেখানে এনজিওগ্রামসহ প্রয়োজনীয় সব প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয় শিল্পীর। এরপর কিছুক্ষণ নিবিড় পর্যবেক্ষণে রেখে বাড়িতে পাঠিয়ে দেন চিকিৎসকরা।

জানা যায়, সদ্য সংগীত সফর শেষে বিদেশ থেকে বাড়ি ফেরেন এ আর রহমান। রমজান মাস হওয়ায় রোজা ছিলেন। এ অবস্থায় দীর্ঘ ভ্রমণ ও রোজা রাখায় পানিশূন্যতার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শিল্পী।

প্রসঙ্গত, গত বছর হঠাৎই সায়রা বানু এবং এ আর রহমান সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টানেন। এ বিচ্ছেদের কারণ শারীরিক অসুস্থতাকে দায়ী করা হলেও মূলত কোন কারণে দীর্ঘ সময়ের দাম্পত্য জীবনের ইতি টানলেন তারা তা এখনও প্রকাশ্যে আসেনি।

Share This Article