
বিল্লাল হোসাইন, জামালপুর :
এদেশের ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। যারা ১কোটি তরুনকে ভোট দিতে বাধা দিয়েছে তাদের ভোটের অংশগ্রহনের অধিকার নেই বলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এসম তিনি বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহনের অধিকার নেই।
সোমবার বিকেলে বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়াও সোহেল বলেন, আওয়ামী লীগ ছাড়াও একটি দল বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে। তিনি তাদেরকে ভালো হওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, আন্দোলনে স্বার্থে সংগঠনের নাম ব্যবহার না হলেও জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানের পড়তে পড়তে বিএনপি ও অঙ্গসংগঠনের অংশগ্রহন ছিলো।
সবশেষ ইয়াহিয়া খানের সাথে শেখ হাসিনার কোনো পার্থক্য নেই বলে দাবি করে সোহেল বলেন, ঐক্যববদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি তাদের পরাজিত করতে পারবে না।
দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমসহ আরো অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর শাখার বিএনপির নেতা-কর্মীরা।
সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি পদে সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও উপজেলা বিএনপির আহ্বায়ক এম রশিদুজ্জামান মিল্লাত এবং পৌর বিএনপির সভাপতি পদে মঞ্জুরুল হক মঞ্জু একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ সাদা ২৬ ভোট এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে আতিকুর রহমান সাজু ২৪ ভোট পেয়ে নির্বাচিত হোন।