জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আগামী নভেম্বর মাসে গণভোটসহ ৫ দফা দাবির পক্ষে চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হায়দার শপিং কমপ্লেক্সের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ আবদুল হালিম বলেন, “এদেশে আর কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। দেশের বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে এ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। আগামী দিনে অন্তত ২৫টি দল এই আন্দোলনে অংশ নেবে বলে আশা করছি।”
তিনি আরও বলেন, “চৌদ্দগ্রাম অতীতে সংসদ সদস্য পেয়েছে, ভবিষ্যতে এখান থেকে জাতীয় পর্যায়ের নেতৃত্বও আসবে ইনশাআল্লাহ। দেশের মানুষ ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা কামনা করে। তাই আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন বাড়ছে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। বক্তারা বলেন, জুলাই সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন—উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, মজলিশে শূরা সদস্য মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, ডা. মঞ্জুর আহমেদ সাকি এবং মো. সাহাব উদ্দিন রানা।
সমাবেশে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।