এনটিআরসিএ’র জাল সনদ ব্যবসায়ী ওবায়দুর ইসলামের বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন


বাংলাদেশ চিত্র ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৪, ৬:০৪ অপরাহ্ণ /
এনটিআরসিএ’র জাল সনদ ব্যবসায়ী ওবায়দুর ইসলামের বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন
এনটিআরসিএ’র জাল সনদ ব্যবসায়ী ওবায়দুর ইসলামের বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন





এনটিআরসিএ’র জাল সনদ ব্যবসায়ী ওবায়দুর ইসলামের বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন



স্টাফ রিপোর্টার ; জামালপুরে এনটিআরসিএ এর জাল সনদ ব্যবসায়ী ওবায়দুর ইসলাম সোহাগের জামিন নামঞ্জুর ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে ভূক্তভোগীরা। ঘন্টাব্যাপী মানববন্ধনে ভূক্তভোগী আরিফুল ইসলাম, সদর আলী, সালেমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তরা বলেন, এনটিআরসিএ এর সনদ জাল ও প্রতারণা করে ৭২ জনের নিকট থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় ওবায়দুর ইসলাম সোহাগ। প্রতারণা মামলায় বর্তমানে সে কারাগারে রয়েছে কিন্তু তার সহযোগীরা মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। তাই আসামীর জামিন নামঞ্জুর ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন ভূক্তভোগীরা।