‘এনবিআর সদস্য বেলাল চৌধুরীর বিদেশযাত্রা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে’

বাংলাদেশ চিত্র ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীর বিদেশযাত্রা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

আজ শুক্রবার বাংলাদেশ পুলিশের ফেসবুক পেইজে এক পোস্টে বিষয়টি উল্লেখ করা হয়।

এতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীর বিদেশ গমন প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে। প্রকৃতপক্ষে তার বিদেশ যাত্রারোধে আদালত কর্তৃক গত দুই ফেব্রুয়ারি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরবর্তীতে ৯ সেপ্টেম্বর মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, ঢাকা তাকে বিদেশ গমনের অনুমতি দেন। একই সঙ্গে সরকারি কাজে বিদেশ গমনের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, বিজ্ঞ আদালতের আদেশ এবং সরকারি প্রজ্ঞাপনের আলোকে ইমিগ্রেশন পুলিশ তার বহিঃইমিগ্রেশন সম্পন্ন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ‘আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইমিগ্রেশন সম্পন্ন করা হয়েছে’ এই তথ্যটি সঠিক নয়।

Share This Article