
বেশ কয়েকদিন ধরে নন-ক্যাডার পদে নিয়োগ বিশেষ (সংশোধন) বিধিমালা-২০২৫ অনুমোদনে পরিকল্পিতভাবে বিলম্বিত করা এবং পদ প্রত্যাশী প্রার্থিদের সুপারিশ বঞ্চিত করার অপচেষ্টার প্রতিবাদে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ৪৩তম বিসিএসের নন-ক্যাডার চাকরিপ্রত্যাশী প্রার্থীরা।
এ প্রেক্ষিতে পিএসসি ভবনের সামনে তাদের অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আশ্বাস বাস্তবায়ন না ঘটার প্রতিবাদে এনসিপি কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত পৌনে ১১টার সময় বাংলামটর মোড়ে রূপায়ন টাওয়ারের সামনে তাদের এ কর্মসূচি শুরু হয়। এসময় তাদেরকে এনসিপির বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। পরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
অবরোধকারীরা বলছেন, তাদের দাবি নিয়ে বৃহস্পতিবার সকালে পিএসসিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ হামলা করেছে। এসময় পুলিশ গ্যাজেটেড জুলাই যোদ্ধাদের ওপরও হামলা করেছে। এমনকি নারীদের ওপরও হামলা হয়েছে।
তাছাড়াও তারা বলছেন, প্রধান উপদেষ্টার বরাতে তাদের দাবি বাস্তবায়নে এনসিপির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সে আশ্বাসের প্রতিফলন ঘটেনি। যার কারণে এনসিপির প্রতি তাদের ক্ষোভ। আর সে কারণেই বাংলামটর অবরোধ করেছেন তারা।
আন্দোলনকারীদের দাবি, ৪৩তম বিসিএস ভাইভায় উত্তীর্ণ কিন্তু পদস্বল্পতার কারণে ক্যাডার বঞ্চিত প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পিএসসিতে ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচিত পদসমূহে দ্রুততম সময়ে সুপারিশ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এছাড়া, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) (সংশোধন) বিধিমালা, ২০২৫০ (২০২৩ এর নন-ক্যাডার বিধির সংশোষিত রূপ) অবিলম্বে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করে চলমান (৪৩, ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭তম) সকল বিসিএস থেকে সর্বোচ্চসংখ্যক নন-ক্যাডার পদে সুপারিশ করতে হবে।