এবার ঘাটাইল উপজেলা পরিষদের নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বাংলাদেশ চিত্র ডেস্ক

টাঙ্গাইলের ঘাটাইলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৮ জন। এদের মধ্যে ২ জন চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান এবং ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আলোক হেলথকেয়ার লি: এর ব্যাবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আরিফ হোসেন। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আরজু, বীর মুক্তিযোদ্ধা, জাহাজমারা হাবিবুর রহমানের (বীর বিক্রম) সুযোগ্য সন্তান মো. আতিকুর রহমান, মো. আব্দুস ছালাম খান (আওয়াল)।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পী, তাসলিমা জেসমিন পাপিয়া ও নাজমুন্নাহার।

উল্লেখ্য, ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপজেলা পরিষদের নির্বাচন। গত ২১ এপ্রিল ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতিক বরাদ্দ ২ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে। এরই মধ্যে উপজেলার বিভিন্ন চায়ের দোকান ও হাটবাজারে নির্বাচনী আলোচনার ঝড় বইতে শুরু করেছে।

Share This Article