এবার বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব

বাংলাদেশ চিত্র ডেস্ক

এবার বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব

আগামী সোমবার (১০ মার্চ) শুরু হতে যাওয়া এই আসরে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব। যা সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। যেখানে দেখা যাবে বাংলাদেশেরই আরেক ক্রিকেটার অলক কাপালিকে। রাজনৈতিক পালাবদলের পর সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজাটা এক রকম বন্ধই হয়েই আছে। আর কখনো দেশের জার্সি গায়ে তুলবেন কি না সময়ই বলে দেবে। তবে এখন পর্যন্ত অবস্থা সমীচীন নয়। খেলতে পারেননি বিপিএলেও। দলে পেলেও আসেননি বাংলাদেশে। আসন্ন বিপিএলে খেলার জন্য নাম জমা দিলেও পরে বিতর্কের মুখে নিজের নাম সরিয়ে নেন তিনি। এর মধ্যে গুঞ্জন উঠে সাকিব আল হাসান খেলতে চলেছেন যুক্তরাষ্ট্রের হয়ে। তবে সেই খবর মিথ্যে হলেও জানা গেছে বেশ চমকপ্রদ তথ্য। এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছেন সাকিব আল হাসান। অবসর নেয়া ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হয় এশিয়ার লিজেন্ডস লিগ টি-টোয়েন্টি। সেখানেই দেখা যাবে সাকিবকে। তবে লাল-সবুজের জার্সিতে নয়, সাকিব লড়বেন বাংলাদেশের বিপক্ষে। আগামী সোমবার (১০ মার্চ) শুরু হতে যাওয়া এই আসরে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব। যা সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। যেখানে দেখা যাবে বাংলাদেশেরই আরেক ক্রিকেটার অলক কাপালিকে। স্টারসে সাকিব সতীর্থ হিসেবে পাবেন ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া ও আফগানিস্তানের হামিদ হাসানকে। ভারতে হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশেরও একটি দল রয়েছে, বাংলাদেশ টাইগার্স নামে। মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে বাংলাদেশ টাইগার্সে খেলবেন তামিম ইকবাল ও নাঈম ইসলাম। আরো আছেন নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম ও মোহাম্মদ নাজিমউদ্দিন।
ফলে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলতে হবে সাকিবের দলকে। যদি সবকিছু ঠিক থাকে তবে সেখানে দেখা হতে পারে সাকিব-তামিমের। বুধবার (১২ মার্চ) অনুষ্ঠিত হবে বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান স্টারসের ম্যাচ। এছাড়া ১০ মার্চ সন্ধ্যা ৭টায় ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ টাইগার্স। মঙ্গলবার (১১ মার্চ) আফগানিস্তান পাঠানস ও শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে তামিম, আশরাফুলরা খেলবেন শুক্রবার (১৪ মার্চ)। দু’টি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে মঙ্গলবার (১৮ মার্চ) হবে ফাইনাল।

Share This Article