এমপি কন্যার জন্মদিন উপলক্ষে পাইকগাছায় তাপদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে শরবত ও পানি বিতরণ

বাংলাদেশ চিত্র ডেস্ক

খুলনা-৬ (কয়রা – পাইকগাছা) আসনের সংসদ সদস্য গণমানুষের নেতা লোনা জলে সোনার ছেলে মোঃ রশীদুজ্জামান এমপির বড় মেয়ে মৃত্তিকা জামানের জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলার আগড়ঘাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে প্রচন্ড তাপদহে অতিষ্ঠ পথচারীদের মাঝে শরবত ও ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, খুলনা-৬ সংসদ সদস্যের ভাইপো, মেহেদী আল মাসুদ সবুজ, রবিউল ইসলাম, বাবু মোড়ল, আওয়াল সরদার, জীবন, রকি, সুমন, রাকিব প্রমুখ।

এমপি কন্যার জন্মদিনে এমন মহতি উদ্যোগ নেওয়ায় তাপদাহে অতিষ্ঠ তৃষ্ণার্থ পথচারীরা মহান আল্লাহ তায়ালার নিকট এমপি কন্যার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অপরদিকে অনুরুপ ভাবে খুলনার কয়রায় এমপি কন্যার জন্মদিন উপলক্ষে একইরুপ কর্মসূচি পালিত হয়েছে।

Share This Article