
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় মঙ্গলবার জামায়াতে ইসলামী অংশগ্রহণ না করলেও আগামীকাল অর্থাৎ বুধবার দলটি অংশ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের শফিকুল আলম বলেন, ‘জামায়াতের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আগামীকাল আলোচনায় আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।’
জামায়াত কেন মঙ্গলবারের আলোচনায় যোগ দেয়নি সাংবাদিকদের এমন প্রশ্নে শফিক বলেন, ‘আপনারা এটা জামায়াতকে জিজ্ঞাসা করেন।’
লন্ডনে বিএনপির সঙ্গে সরকারের যৌথ বিবৃতি জামায়াতের মনোমালিন্যের কারণ কিনা এর জবাবে শফিক বলেন, ‘বিশ্বের অনেক দেশে এ ধরনের যৌথ বিবৃতি দেওয়া হয়। এ নিয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না।’
শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের কোনো বৈঠক হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে শফিক জানান, এখন পর্যন্ত এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগের প্রেক্ষিতে শফিক বলেন, জাতীয় ঐকমত্য কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখছে। সব অংশীজন নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
কমিশনের দ্বিতীয় পর্বের আলোচ্যসূচি নিয়ে প্রেস সচিব জানান, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা হচ্ছে। আগামী ১২ কার্যদিবসের মধ্যে আলোচ্য এসব বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি সুরাহায় আসা হবে।