ঐকমত্য কমিশনের বৈঠকে ব্যয় দুই কোটি টাকারও কম: আলী রীয়াজ

বাংলাদেশ চিত্র ডেস্ক

জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ।

রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বেস অব বেঙ্গল কনভারসেশন: ফ্র্যাজিলিটি অ্যাজ দ্য নিউ নরমাল স্টেটস ইন পার্মানেন্ট ইমারজেন্সি’ শীর্ষক এক সেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, সরকার বরাদ্দকৃত মোট ৭ কোটি টাকার মধ্যে দুই কোটি টাকারও কমই খরচ হয়েছে।

তিনি আরও বলেন, যদি কেউ মিথ্যাচার করে থাকে, তার দায় সেই ব্যক্তির। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সম্পূর্ণ খরচের হিসাব স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টা অফিস ও কমিশন উভয়ই ইতিমধ্যে খরচের বিস্তারিত জানিয়েছে।

Share This Article