ঐতিহাসিক ৭ নভেম্বর নিয়ে রচনা লিখে লক্ষ টাকা পুরস্কার জেতার সুযোগ

বাংলাদেশ চিত্র ডেস্ক

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে গবেষণা ও নীতিনির্ধারণভিত্তিক প্রতিষ্ঠান পলিসি স্টাডিজ বাংলাদেশ (পিএসবি)। ৪০ বছরের কম বয়সী সকল বাংলাদেশি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। রচনা জমা দেওয়ার শেষ তারিখ ২২ অক্টোবর।

দেশের যে কোনও প্রান্ত থেকে ইমেইলের মাধ্যমে লেখা পাঠানো যাবে। যুব সমাজকে ইতিহাস সচেতন ও গবেষণাভিত্তিক লেখালেখিতে আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সংগঠন সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে সর্বমোট এক লক্ষ টাকার পুরস্কার। প্রথম স্থান অর্জনকারী পাবেন ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান ১৫ হাজার এবং তৃতীয় স্থান ১০ হাজার টাকা। এ ছাড়া চতুর্থ থেকে চৌদ্দতম স্থান পর্যন্ত প্রতিযোগীরা পাবেন ৫ হাজার টাকা করে।

রচনায় ইতিহাসের যথাযথ তথ্য, বিশ্লেষণ, এবং লেখার মানকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। লেখা হতে হবে ৩ থেকে ৪ হাজার শব্দের, থাকতে হবে তথ্যের যথাযথ রেফারেন্স। তবে কোনও ধরনের চৌর্যবৃত্তির আশ্রয় নিলে রচনাটি বাতিল বলে গণ্য হবে। 

পলিসি স্টাডিজ বাংলাদেশের পরিচালক তালিমুল ইসলাম সায়েম দেশ রূপান্তরকে বলেন, ‘বাংলাদেশি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা হয়েছে যে ঘটনার মধ্য দিয়ে, সেই ৭ নভেম্বর, ১৯৭৫ সালের ‘সিপাহী জনতার বিপ্লব’কে বাংলাদেশিদের মানসপট থেকে মুছে দেওয়ার একটা ঘৃণ্য প্রচেষ্টা আমরা দেখেছি গত গত ১৭ বছর ধরে।’

তিনি আরও বলে, ‘আওয়ামী ফ্যাসিস্ট এবং অন্যান্য বাংলাদেশবিরোধীদের অপপ্রচারের জবাব আমরা পলিসি স্টাডিজ বাংলাদেশ (পিএসবি) বুদ্ধিবৃত্তিকভাবে দেওয়ার একটা প্রচেষ্টা হিসেবে ৭ই নভেম্বরকে ফোকাসে রেখে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি যেখানে ৪০ বছরের কম বয়সী সকল বাংলাদেশি অংশ নিয়ে লাখ টাকা পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ পাচ্ছে। সকলের আহ্বান থাকবে ইতিহাসকে জানুন, বাংলাদেশপন্থীদের চিনুন এবং বাংলাদেশ গঠনে ভূমিকা রাখুন।’ পলিসি স্টাডিজ বাংলাদেশের এই উদ্যোগ ইতিহাস চর্চা ও বিশ্লেষণধর্মী চিন্তাকে তরুণ সমাজে আরও বিস্তৃত করবে বলেই মনে করছেন বিশিষ্টজনেরা।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক ও পলিসি স্টাডিজ বাংলাদেশের অন্যতম পরিচালক শাহরিয়ার হক মজুমদার শিমূল বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের একমাত্র বিপ্লবের দিন। এই দিনেই আধিপত্যবাদের নাগপাশ ছিন্ন করে বাংলাদেশ প্রকৃত মুক্তি ও স্বাধীনতার স্বাদ অর্জন করে, বাকশাল প্রতিস্থাপিত হয় গণতন্ত্রের দ্বারা, সংবাদমাধ্যমের রুদ্ধ কন্ঠ হয় অবমুক্ত, জাতীয়করণের সর্বনাশা নীতি থেকে মুক্তবাজার অর্থনীতির পথে যাত্রা শুরু হয়, নির্দিষ্ট কয়েকটি দেশ ঘেঁষা পররাষ্ট্রনীতি থেকে উত্তরণ ঘটে বাংলাদেশের। এই দিনে বাংলাদেশপন্থীদের বিজয়ের মাধ্যমে এক নতুন বাংলাদেশের পথযাত্রার শুরু। সেদিনও আনন্দে উদ্বেল লাখো মানুষ রাজপথে নেমে এসেছিল প্রবল উচ্ছ্বাসে। ৭ নভেম্বরের বাংলাদেশপন্থার যে আবেদন, আকাঙ্ক্ষা, স্পিরিট, সেই স্পিরিটকে তরুণ প্রজন্মের মাঝে পুনরায় আরও বিস্তৃত আকারে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।

Share This Article