‘ওর যেন কোনও ক্ষতি না হয়’ সোমি আলি

বাংলাদেশ চিত্র ডেস্ক

তিনি বলেন, ‘আমি বিষ্ণোই সম্প্রদায়কে অনুরোধ করছি এই বিষয়টি ভুলে যান।’

হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলতে গিয়ে উদ্বেগ প্রকাশ করেন সোমি আলি বলেন, ‘আমি কখনই চাই না যে তিনি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যান। যে সময়ের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, এটা উচিত নয়। কারও সঙ্গেই এমনটা হওয়া ঠিক নয়। আমি তার জন্য প্রার্থনা করি।

সোমি আরও বলেন, ‘ব্রেকআপের পর আমি বলিউড ছেড়ে ২৪ বছর বয়সে আমেরিকায় চলে আসি। এ বিষয়টা সবাই জানে এবং আমি বারবার এ বিষয়ে কথা বলতেও চাই না। তবে সালমানের সাথে যা হচ্ছে তা কারও সঙ্গে হওয়া উচিত নয়। সেটা সালমান হোক বা শাহরুখ এমনকী আমার প্রতিবেশী হলেও ঠিক নয়। যখন আমার মা এবং আমি এটা শুনেছিলাম, আমরা হতবাক হয়ে গিয়েছি। আমরা প্রার্থনা করেছি যেন ওর যেন কোনও ক্ষতি না হয়।’

বিষ্ণোই সম্প্রদায়কে উদ্দেশ্য করে সোমি বলেন, ‘১৯৯৮ সালে একটা ভুল করেছেন সালমান। তখন অভিনেতার বয়সও খুব কম ছিল। আমি বিষ্ণোই সম্প্রদায়কে অনুরোধ করছি এটা ভুলে গিয়ে এগিয়ে যেতে। সে যদি কোনও ভুল করে থাকে তাহলে আমি তাঁর (সালমানের) হয়ে ক্ষমা চাইছি। তাঁকে ক্ষমা করে দিন। বিচার চাইলে আদালতের শরণাপন্ন হতে হবে। ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে।’

মাত্র ১৭ বছর বয়সে সালমানের সঙ্গে ডেটিং শুরু করেছিলেন সোমি আলি। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ দেখার পর তিনি তাঁর প্রতি আকৃষ্ট হন। নিজেই সালমানকে প্রেমের প্রস্তাব দেন। এর এক বছর পর তাদের সম্পর্ক তৈরি হয়। তবে ধোঁকা দেওয়ার অভিযোগ তুলে সালমানের সঙ্গে প্রেমের ইতি টানেন সৌমি।
Share This Article