ওষুধের তীব্র সংকট,গরমে বাড়ছে শিশু রোগীর সংখ্যা

বাংলাদেশ চিত্র ডেস্ক

প্রচন্ড গরমে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। তাপদাহের কারণে বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বয়স্করা। শিশুদের ক্ষেত্রে বেশির ভাগই ঠান্ডা কাশি ও নিমোনিয়াতে আক্রান্ত। প্রতিদিনই এসব রোগে আক্রান্ত শিশুরা।

চিকিৎসা নিতে ভিড় করছেন জেলার বিভিন্ন হাসপাতাল। তবে চিকিৎসকরা জানিয়েছেন শিশুদের গরমজনিত ডায়রিয়া এখনো নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে শিশুদের ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। হাসপাতালে কর্মরত চিকিৎসকরা জানান, বয়স্ক রোগীদের ওষুধ পর্যাপ্ত থাকলেও শিশুদের ওষুধের সরবরাহ নাই বললেই চলে। বিশেষ করে শিশুদের চিকিৎসায় অপরিহার্য স্বল্পমূল্যের বিভিন্ন সিরাপ যেমন প্যারাসিটামল ও হিস্টাসিন সিরাপের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বিভিন্ন জটিল রোগ নিয়ে ভর্তি হওয়া শিশুদের সুচিকিৎসা ব্যাহত হচ্ছে।

চিকিৎসকরা গরমে অসুস্থতা প্রতিরোধে শিশুদেরকে খোলামেলা পরিবেশে পাতলা সুতি কাপড় পরিয়ে রাখার পরামর্শ দেন।

Share This Article