কক্সবাজারে ৫ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, উদ্ধার ১০টি মোবাইল ও মোটরসাইকেল

বাংলাদেশ চিত্র ডেস্ক

কক্সবাজার পৌরসভাস্থ সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় পুলিশ শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলেছে।

গত ১৯ অক্টোবর বিকেল আনুমানিক পাঁচটায় কয়েকজন ছিনতাইকারী সিএনজি যোগে এসে এক পর্যটককে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনার সঙ্গে জড়িত পেশাদার ছিনতাই চক্রকে শনাক্ত করার পর কক্সবাজার সদর মডেল থানা পুলিশের আভিযানিক দল দ্রুত অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে।

এ সময় তাদের নিকট থেকে ১০টি মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ বাবুল, সাইফুল ইসলাম, মোঃ সোহেল, মোঃ সিদ্দিক প্রঃ কানাইয়া এবং ইমরান সরোয়ার ইমন। ভুক্তভোগী পর্যটক সাইফুল্লাহ ও পুলিশ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় এফআইআর নং-৪৭, জিআর নং-৫৯২ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছে জানান, এই অভিযান স্থানীয় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া কার্যকর পদক্ষেপের অংশ।

Share This Article