কটিয়াদী’র সর্বস্তরের জনগনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা সোহেল মিয়া

বাংলাদেশ চিত্র ডেস্ক

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কিশোরগঞ্জবাসীসহ সর্বস্তরের সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও গ্রামের কৃতী সন্তান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক এবং বর্তমান আওয়ামী যুবলীগ নেতা সোহেল মিয়া।

এক শুভেচ্ছা বার্তায় সোহেল মিয়া বলেন, আত্মত্যাগের মহিমায় পরিশুদ্ধ হওয়ার মহোৎসব ঈদুল আযহা বয়ে আনুক অনাবিল শান্তি। দূর হয়ে যাক মানুষে-মানুষে বিভেদ। কিছু মুর্হুতের জন্য হলেও থমকে যাক সকল রাগ-অনুরাগ।

নির্বাপিত হোক সকল আধাঁর, আলোয় আলোকময় হোক পৃথিবী। অগনন সুহৃদের প্রতি অবারিত শুভেচ্ছা। সবার উপর শান্তি বর্ষিত হোক।

এ ছাড়া ও সোহেল মিয়া বলেন, গবাদি পশুর রক্তে ডেঙ্গু রোগের বাহক এডিস মশা যেন লার্ভা ফোটাতে না পারে, সেজন্য কাজ শেষেই যত দ্রুত সম্ভব রক্ত পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডার ছিটাতে হবে।

Share This Article