কবিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম ফারুকের ইন্তেকাল  

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

 নোয়াখালী প্রতিনিধি:

দৈনিক সোনালী বার্তার নোয়াখালী জেলা প্রতিনিধি, কবিরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক এসএম ফারুক হোসেন (৪৯) শনিবার ১১ ফেব্রুয়ারী ভোর ৫ টার ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট বাংলাদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণগাহি, আত্মীয় স্বজন রেখে গেছেন। 

শনিবার বিকেল বাদ আসর তার নিজ বাড়ির দরজায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে বৃহত্তর নোয়াখালীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন কবিরহার উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Share This Article

এ সম্পর্কিত আরও খবর