কবি রাধাপদ রায়ের হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

বিল্লাল হোসাইন, জামালপুর :

বিল্লাল হোসাইন, জামালপুর:
কুড়িগ্রামর নাগেশ্বরী উপজেলার কবি রাধাপদ রায় এর উপর হামলাকারীদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় শহরের দয়াময়ী চত্বরে ঘন্টা ব্যাপি এ মানববন্ধনের আয়োজন করেন হিউম্যান রাইটস্ ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর।

হিউম্যান রাইটস্ ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
হিউম্যান রাইটস্ ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য মোর্শেদ ইকবালের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি আমির উদ্দিন, উদিচি জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদিপ কুমার সোম রানু, সাধারন সম্পাদক সিদ্ধার্থ শংকর রায় প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, আমরা চাই আর যেন কোন কুলাঙ্গার মুক্ত চিন্তার মানুষ, বুদ্ধিজীবি, কবি-সাহিত্যিকদের নির্যাতন করতে না পারে। মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার আজ রাষ্ট্রীয় ক্ষমতায়, এ সময় কবি সাহিত্যিকদের উপর নির্যাতন কোনভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনে বিচ্ছিন্ন ঘটনা যেন বাংলার মাটিতে না ঘটে সেই দিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।


০৭-১০-২৩

Share This Article