
বিল্লাল হোসাইন, জামালপুর :
“পুলিশ-জানতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে নিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষ্যে জামালপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জামালপুর জেলা পুলিশ এ অনুষ্ঠানে আয়োজন করে। জামালপুর পুলিশ লাইন চত্বরে বর্ণাঢ্য র্যালি শেষ পুলিশ লাইন ড্রিল শেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা কমিউনিটি পুলিশের প্রধান উপদেষ্টা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) সোহেল মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি পৌরসভার সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাধারণ সম্পাদক জিএসএম মিজানুর রহমান,
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক মোস্তফা বাবুল, ফজলে এলাহী মাকাম, রানাগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল প্রমুখ।
বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার কাজ করে যাচ্ছেন। পুলিশ আর জনতা যদি আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করা যায় তাহলে দ্রুত গতিতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এছাড়া যে কোন অপরাধ কমিয়ে আনাও সম্ভব হবে।
এসময় জেলা শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে সরিষাবাড়ীর থানার এসআই মাহমুদুল হাসান ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিমকে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়। বর্ণাঢ্য র্যালি শুরুর আগে বেলুন উড়িয়ে এ দিবসের কার্যক্রম উদ্বোধন করা হয়।