কর্মস্থলে বাসস্থান বেধেছেন জামালপুর পঃপঃ সরবরাহ কর্মকর্তা


বাংলাদেশ চিত্র ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ণ /
কর্মস্থলে বাসস্থান বেধেছেন জামালপুর পঃপঃ সরবরাহ কর্মকর্তা
কর্মস্থলে বাসস্থান বেধেছেন জামালপুর পঃপঃ সরবরাহ কর্মকর্তা





কর্মস্থলে বাসস্থান বেধেছেন জামালপুর পঃপঃ সরবরাহ কর্মকর্তা


Oplus_131074

মোহাম্মদ আলী : গোদামঘরে কর্মস্থল। সেখানে বিশ্রাম, থাকা খাওয়া এবং সেখানেই বাসস্থান বেধেছেন সরবরাহ কর্মকর্তা! জামালপুর পরিবার পরিকল্পনার আঞ্চলিক পণ্যগারের সরবরাহ কর্মকর্তার সম্পর্কে এমন তথ্য মিলেছে।
জানা যায়, শুধুমাত্র রাজস্ব ফাঁকি দিতে সরবরাহ কর্মকর্তা তার কর্মস্থলের কক্ষেই বাসস্থান বেধেছেন। তিনি যেখানে কাজ করেন সেখানেই বিশ্রাম করেন এবং সেখানেই বসবাস করেন। দিবারাত্রি কাটে তার গোদামঘরেই! অথচ প্রতি কর্মদিবসে অফিস আওয়ারের পর পণ্যগার বা গোদামঘর সিলগালা রাখার কথা রয়েছে। এব্যাপারে রোববার, গত ১০ নভেম্বর জামালপুর পরিবার পরিকল্পনা আঞ্চলিক পণ্যগারের সরবরাহ কর্মকর্তা, মোঃ রবিউল হাসান পণ্যগার বা গোদামঘরে থাকার কথা স্বীকার করে বলেন, আমি একজন ব্যাচেলর বলে কেউ আমাকে বাসা ভাড়া দিতে চায় না। তাই, মাসখানেক যাবত আমি অফিসকক্ষেই থাকছি।