
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
কাউখালী প্রেসক্লাবের ২০২৩-২৪
বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৩জানুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে সাবেক সভাপতি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদের সভাপতিত্বে এক জরুরী সভায় এ কমিটি
গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মোঃ এনামুল হক (দৈনিক আজকের পত্রিকা) ও মোঃ তারিকুর রহমান তারেককে (দৈনিক তৃতীয় মাত্রা) সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি পদে কাজী শাহাদাত হোসেন (দৈনিক খবরপত্র), সহ-সাধারন সম্পাদক নজরুল ইসলাম সবুজ (দৈনিক আলোর জগত), কোষাধ্যক্ষ ইমাম হোসেন খন্দকার (দৈনিক বিজয় বাংলাদেশ), দপ্তর সম্পাদক মোঃ সানমুন রেজা (বাংলাদেশ চিত্র), সদস্য পদে রবিউল হাসান রবিন (দৈনিক ইত্তেফাক), রতন কুমার দাস (দৈনিক যুগান্তর), শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ (দৈনিক আজকের দর্পন), রবিউল হাসান মনির (দৈনিক প্রতিদিনের সংবাদ), রাজু তালুকদার (জেলা প্রতিনিধি মাইটিভি)।
বাংলাদেশ চিত্র / আখলাক