রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে আত্মকর্মী যুবদের মাঝে ঋণের চেক বিতরন করা হয়েছে। প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের মাঝে উক্ত ঋণের চেক বিতরণ করেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দীন। গত ০৬ জুন সকাল ১১ টায় ৪ জন আত্মকর্মী যুবকের মাঝে প্রত্যেক কে ৮০০০০/- টাকা করে ৩২০০০০/-( তিনলক্ষ বিশ হাজার) টাকার ঋণের চেক বিতরন করেন।
এ সময় কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন,যুব উন্নয়ন অফিসের কর্মচারী প্রশিক্ষিত আত্মকর্মী যুব উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন যুবদেরকে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত টাকা দিয়ে যুব কর্মসংস্থানের মাধ্যমে নিজের উন্নয়নে তথা পরিবারের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।