কাপ্তাইয়ে দেশীয় তৈরী চোলাইমদ সহ ৩ জন কে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ। রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার কাপ্তাই সার্কেলের নির্দেশনায় মোঃ আবুল কালাম, অফিসার ইনচার্জ, কাপ্তাই থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলার নির্দেশে এসআই(নিঃ)/নাজমুল হাসান,সঙ্গীয় অফিসার ফোর্সসহ কাপ্তাই থানাধীন ০৫নং ওয়াগ্গা ইউনিয়নের ০৪নং ওয়ার্ডস্থ আগুনিয়াছড়া মুখ ঘাঘড়া টু বড়ইছড়ি গামী পাকা রাস্তার মোড় এলাকা হইতে গত ২২/০৫/২০২৪ খ্রিঃ বিকাল অনুমান ১৭.৪৫ ঘটিকার সময় মোঃ আক্তার কামাল (৪৪) কে ১৬ (ষোল) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে তাহার বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। এদিকে এসআই (নিরস্ত্র) মোঃ খোরশেদ আলম, সঙ্গীয় ফোর্সসহ রাত্রকালিন ডিউটিতে থাকা অবস্থায় কাপ্তাই থানাধীন ০৪নং কাপ্তাই ইনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ মেসার্স কাপ্তাই ফিলিং স্টেশনের সামনে লিচু বাগান টু কাপ্তাই জেটিঘাট মূখী পাকা রাস্তার উপর এলাকায় চেক পোস্ট করাকালিন সময় ২৩/০৫ ২০২৪ তারিখ রাত্র অনুমান ০৩:২৫ ঘটিকার সময় ৭৫০ মিঃ লিঃ দেশীয় ভোটকা মদ মোঃ শেখ সৈকত হোসেন শাওন(১৯) এবং ১০ (দশ) গ্রাম গাঁজাসহ মোঃ মাকসুদুর রহমান তন্ময়(২৪) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে তাহার বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাহাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।