কাপ্তাইয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন ছাত্রলীগ নেতা সাইথোয়াই অং চৌধুরী

বাংলাদেশ চিত্র ডেস্ক

আজ শুক্রবার (৬ জুলাই) কাপ্তাই উপজেলার ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি ও শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের সন্তান সাইথোয়াই অং চৌধুরী।

এই পুষ্পমাল্য অর্পণ কালে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ফরহাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম নুর উদ্দিন সুমন, সহ সভাপতি আল আমিন, রফিকুল রহমান মুন্না, সদস্য নিজাম উদ্দিন, রাইখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সালা উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাসেল, কর্ণফুলী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ রনি, সাধারণ সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ ফাহিম, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মেহেরাফ হোসেন রাফি, রাইখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ধ্রবরাজ ভৌমিক ধ্রুব, সাধারন সম্পাদক মুন্না, ওয়াগ্গা ইউনিয়ন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক থোয়াইজলা, যুগ্ম সম্পাদক এনামুল সহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পমাল্য অর্পণের পরে উপজেলা চত্ত্বরে আনন্দ মিছিল করে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজনে বক্তারা বলেন, রাঙামাটি জেলা ছাত্রলীগের বর্তমান কমিটিকে অভিনন্দন জানিয়ে রনি ও সোহাগের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা ছাত্রলীগকে আরো শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share This Article