কাপ্তাই থানা পুলিশের অভিযানে পলাতক আসামি সহ ২জনকে আটক করা হয়। পার্বত্য জেলা রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেলের নির্দেশনায়, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম এর নির্দেশে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসআই(নিঃ) দীপংকর কুমার শীল সঙ্গীয় অফিসার ফোর্সসহ কাপ্তাই থানাধীন চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান এলাকার তনচংগ্যা পাড়া হইতে বৃহস্পতিবার রাত্রে অনুমান ৯.৫০ ঘটিকার সময় সজীব তনচংগ্যা (৩১)’কে চোলাইমদ পান করিয়া বেসামাল হইয়া মা-বাবাকে মারধরসহ এলাকার শান্তি শৃংখলা বিঘ্ন ঘটানোর কারনে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
অপরদিকে এসআই(নিঃ) রাজীব বড়ুয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ কাপ্তাই থানার মামলা নং- ০৫, তারিখ- ২৪/০২/২০২৪ইং; ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণীর ২৪ (গ) /৩৮/৪১ এর সন্দিগ্ধ পলাতক আসামী মিলন করে ছেলে আকাশ কর (২৬) গতকাল ১০.৩০ ঘটিকার সময় চট্টগ্রাম সিএমপির বাকলিয়া থানা এলাকা হইতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে তাদেরকে রাঙ্গামাটির বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।