কাব‍্য কিশোরের প্রধান সম্পাদক ইমতিয়াজ সুলতান ইমরান

বাংলাদেশ চিত্র ডেস্ক

সাহিত্য ডেস্ক: কাব‍্য কিশোর সাহিত্য পত্রিকার নতুন প্রধান সম্পাদক হলেন ছড়াকার ইমতিয়াজ সুলতান ইমরান। আজ শুক্রবার ২১ এপ্রিল ২০২৩ তারিখ কাব‍্য কিশোরের এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠাতা পারভেজ হুসেন তালুকদার। কাব‍্য কিশোরের সদ‍্য যুক্ত হওয়া প্রধান সম্পাদক ইমতিয়াজ সুলতান ইমরান একজন প্রবীণ ছড়াকার। ১৯৮৮ সালে দৈনিক বাংলা’য় প্রথম প্রকাশিত এই ছড়াকার বর্তমানে বাংলাদেশের সুপরিচিত ছড়াকারদের মধ্যে একজন। ইমতিয়াজ দৈনিক যুগভেরী পত্রিকার শাপলার মেলা পাতার সহ-সম্পাদক ও দৈনিক মানচিত্র পত্রিকার প্রাণকলি পাতার সম্পাদক ছিলেন দীর্ঘদিন। জন্ম ১৯৬৭ সালের ১ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে। প্রকাশিত বই: টেরাম টেরাম যুদ্ধ, ছন্দ ছড়ায় বঙ্গবন্ধু, তেলমাথা বেলমাথা, লক ডাউন শখ ডাউন, ছন্দ ছড়ায় একুশ ইত্যাদি।

Share This Article