
একের পর এক বই প্রকাশের ঘোষণা দিয়ে অবাক করে দেওয়া তরুণ এক লেখকের নাম মোহাম্মদ অংকন। এই তো কদিন আগে প্রিয় বাংলা প্রকাশনের সাথে নতুন উপন্যাস ‘কঙ্কাল রহস্য’ নিয়ে চুক্তি সম্পন্ন করেছেন তিনি। এরই রেশ যেতে না-যেতেই পাঠককে জানালেন নতুন বই প্রকাশের সংবাদ। গতকাল (৯ অক্টোবর) মিরপুরে একটি রেস্টুরেন্টে কালপ্রকাশের সাথে নতুন বইয়ের চুক্তি সম্পন্ন করেছেন তিনি। উক্ত প্রকাশনী ‘মেঘে ঢাকা চাঁদ’ শিরোনামে ছোটগল্পের বই বের করবে আসন্ন মেলায়। এটি তাঁর চর্তুথ ছোটগল্পের বই হতে যাচ্ছে।
নতুন বই প্রকাশের চুক্তির পরপরই লেখক মোহাম্মদ অংকন ফেসবুকে পোস্ট করে বিষয়টি পাঠকদের জানান। তিনি লেখেন, ‘তিনদিন আগে পোস্ট দিয়েছিলাম যে আমার পরবর্তী ছোটগল্পের বইয়ের নাম হবে ‘মেঘে ঢাকা চাঁদ’। সেই পোস্টটি চোখে পড়ে কালপ্রকাশের। কালপ্রকাশের প্রকাশক জানায় আমার বইটি প্রকাশ করতে ইচ্ছুক। আজ (৯ অক্টোবর) মিরপুর গিয়েছি জেনে তাদের অফিসে আমাকে ডাকে। গিয়ে আমি তো অবাক। তারা বই প্রকাশসংক্রান্ত চুক্তিপত্র প্রস্তুত করে ফেলেছে এরইমধ্যে। আমার শুধু স্বাক্ষর করা বাকি! স্বাক্ষর দেওয়ার মধ্যদিয়ে কালপ্রকাশের সাথে আগামী বইমেলার জন্য চুক্তিবদ্ধ হলাম। আমার জন্য সবাই দোয়া করবেন।’
কালপ্রকাশের কর্ণধার সোহাগ হোসেন সাজিদ (১৭), যিনি কিনা বর্তমানে দেশের সর্বকনিষ্ঠ প্রকাশক, জানান, ‘মোহাম্মদ অংকন ভাইকে দীর্ঘদিন ধরেই ফলো করছি। কিন্তু তাঁর কাছে পাণ্ডুলিপি চাইতে সাহস পাচ্ছিলাম না। সেদিন (৬ অক্টোবর) তাঁর একটা পোস্ট দেখি। তারপর আর থেমে থাকিনি। আমরা সেই বইটি প্রকাশ করতে চাই জানাতেই তিনি রাজি হয়ে যান যেটি কিনা আমাদের জন্য খুবই আনন্দের। উদীয়মান ও প্রতিশ্রুতিশীল এই লেখকের সাথে আমাদের পথচলা দীর্ঘ হোক, এই প্রত্যাশা।’
মোহাম্মদ অংকন একজন সম্ভবনাময় লেখক। তিনি সাহিত্যের সব শাখাতেই অবাধ বিচরণ করছেন। নিয়মিত লেখালেখি করেন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে। ইতোমধ্যে তাঁর ১৫টি বই প্রকাশ হয়েছে। সম্প্রতি তিনি ‘কঙ্কাল রহস্য’ পাণ্ডুলিপির জন্য ‘প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার’ জিতেছেন। লেখকের নতুন বই প্রকাশের সংবাদ জানার পরপরই পাঠক ও শুভাকাক্সক্ষী তাকে শুভেচ্ছা জানান।