কালিহাতীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার মোল্লার পক্ষে গণজোয়ার

বাংলাদেশ চিত্র ডেস্ক

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নেতৃত্ব ও সততার কারণে তার প্রতি সাড়া দিচ্ছেন সাধারণ মানুষ।

সরেজমিনে কথা হয় সাধারণ ভোটার ও নেতাকর্মীদের সাথে তারা জানায়, কালিহাতী উপজেলার আওয়ামী লীগের সভাপতিসহ সকল নেতাকর্মী ও সাবেক সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী একাট্রা হয়ে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার পক্ষে প্রচারে নেমেছেন। এছাড়াও এলাকাবাসী দলমত নির্বিশেষে সমর্থন জানাচ্ছেন তাকে। তাদের ভাষ্য, এবার উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, তাদের মধ্যে আনোয়ার হোসেন মোল্লাই যোগ্য। তাই তাকে সমর্থন জানাচ্ছে সব শ্রেণির মানুষ। আসন্ন নির্বাচনে তার বিজয়ের জন্য সবাই এক হয়েছে।

জানাগেছে,কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা(মোটরসাইকেল), কৃষক শ্রমিক জনতা লীগের নেতা শামীম আল মুনসুর আজাদ সিদ্দিকী (আনারস)ও হাসমত আলী নেতা(দোয়াত কলম)।

আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানায় কালিহাতী আসনের সাবেক সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী ও আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার মিলে আনোয়ার হোসেন মোল্লার পক্ষে কাজ করছেন। ভোটের মাঠের যে পরিবেশ, তাতে আনোয়ার হোসেন মোল্লা বিপুল ভোটে জয়লাভ করবেন।

কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা বিবার্তাকে বলেন, আমি ত্রিশ বছর ধরে বঙ্গবন্ধুর রাজনীতি করছি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যেতে চাই। গ্রামকে শহরে পরিণত করার যাত্রায় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন,এবারের উপজেলা নির্বাচনে জয়ী হয়ে সেই যাত্রায় শামিল হতে চাই। এছাড়াও নির্বাচনে জয়ী হলে প্রথমে তিনি কালিহাতী মাদক ও সন্ত্রাস নির্মুলসহ সাধারণ মানুষ নির্ভয়ে সুন্দর জীবন-যাপন করবে এমন কালিহাতী গড়ার অঙ্গীকার করেন।
তিনি বলেন, উপজেলায় নির্বাচনী গণজোয়ার বইছে। নির্বাচনের সুন্দর পরিবেশও বইছে কিন্তু সেই পরিবেশকে নষ্ট করার পায়তারা করছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজাদ সিদ্দিকী। আজাদ সিদ্দিকী বিভিন্ন্ন জায়গায় ঘোষনা দিচ্ছেন, সন্ত্রাস যদি শিল্প হয় তাহলে সে ওই শিল্পের কারিগর। আজাদ সিদ্দিকী একজন সন্ত্রাসী ও মাদকসেবী। তার নামে হত্যাসহ ২৬টি মামলা রয়েছে।

তিনি আরো বলেন, বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী। আশা করি- উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।

উল্লেখ্য, ১৩টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে কালিহাতী উপজেলা গঠিত। উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৯১২ জন। নারী ভোটার ১ লাখ ৭৫ হাজার ৬৬৯ জন। তৃতীয় লিঙ্গের রয়েছে ২ জন।
প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহন ২১ মে অনুষ্ঠিত হবে।

 

Share This Article