![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিতে সম্প্রতি ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এদিকে, পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। প্রয়োজনে যুদ্ধ করতে প্রস্তুত বলেও জানান তিনি। ভারত কোনো প্রতিক্রিয়া না জানালেও, এ নিয়ে নতুন করে অস্থিরতা শুরুর আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের নতুন অধ্যায়ের সূচনা হয়। এদিন জম্মু ও কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসনের অধিকার দেয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে মোদি সরকার। সেসময় এই সিদ্ধান্তের নিন্দা জানায় পাকিস্তান। এবার সেই ঘটনা ভুলে নতুন সূচনার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
স্থানীয় সময় বুধবার (৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের আজাদ কাশ্মীরে এক সভায় সকল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এসময় পাক প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে বৈঠকের মাধ্যমে কাশ্মীর ইস্যুর সমাধানের আহ্বান জানান। বলেন আলোচনার পথ সহজ করে কাশ্মীরের পূর্বের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেয়ার কথা।
বক্তব্যে শাহবাজ বলেন, দক্ষিণ এশিয়া এবং উপমহাদেশের সার্বিক স্থিতিশীলতার স্বার্থে পাকিস্তান ও ভারতের সংলাপ শুরু করা উচিত। এ প্রসঙ্গে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর ঐতিহাসিক সফরকে স্মরণ করেন তিনি। ১৯৯৯ সালের সেই সফরে পাকিস্তানে গিয়ে ‘লাহোর ঘোষণা ১৯৯৯’ স্বাক্ষর করেছিলেন বাজপেয়ী।
তবে সভায়, ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টির তীব্র সমালোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বলেন, উপমহাদেশের উন্নয়নের জন্য শান্তি ব্যতীত আর কোনো বিকল্প নেই। সেই সঙ্গে কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের আদর্শগত, কূটনৈতিক এবং রাজনৈতিক সমর্থন অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
এদিকে, একইদিন ভিন্ন অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান ভারতকে কাশ্মীর ইস্যুতে হুঁশিয়ার করেছেন। পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি।
জেনারেল মুনির বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে, তাদের বিরুদ্ধে পাল্টা শক্তি প্রয়োগ করা হবে এবং দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যেকোনো মূল্যে রক্ষা করা হবে।
মুজাফফরাবাদের প্রবীণ এবং নাগরিকদের সম্বোধন করে পাক সেনাপ্রধান আশ্বাস দেন, ‘জাতির সামনে অস্থায়ী চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, পাকিস্তান ভারতীয় রাষ্ট্রীয় মদদপুষ্ট নিপীড়নের বিরুদ্ধে তাদের ন্যায্য এবং বৈধ কারণে কাশ্মীরের ভাইদের পাশে থাকবে।’
আসিম মুনির আরও বলেন, পাকিস্তান ইতোমধ্যে কাশ্মীরের জন্য তিনটি যুদ্ধ করেছে এবং যদি আরও ১০টি যুদ্ধের প্রয়োজন হয়, তবে পাকিস্তান তাদের সাথে লড়াই করবে। পাকিস্তান ভারতের সামরিক শক্তি বা তার আধুনিক প্রযুক্তিতে ভয় পাবে না।
কাশ্মীরকে পাকিস্তানের ‘শিরা’ উল্লেখ করে পাক সেনাপ্রধান বলেন, ‘শিরা কেটে গেলে মানুষের মৃত্যুও ঘটে। কাশ্মীর আমাদের জীবন। নিঃসন্দেহে কাশ্মীর একদিন স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে।’
এসময়, পাকিস্তানকে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ বলেও উল্লেখ করেন জেনারেল আসিম মুনির।
যদিও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের মন্তব্য নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত।