কিশোরগঞ্জে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ হাসিনা বিভাগ ভিত্তিক মহিলা (অনুর্ধ্ব ১৫) টি২০ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে জেলা মহিলা সংস্থার সভাপতি আসমাউল হোসনা স্মৃতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, জেলা মহিলা সংস্থার সভাপতি এ্যাড. মায়া ভৌমিক, জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহী, ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক বিলকিছ বেগম।
খেলায় টাঙ্গাইল জেলা দল ৭ উইকেটে কিশোরগঞ্জ জেলা দলকে পরাজিত করে। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।