কী আছে সেই ভিআইপি প্রিজন ভ্যানে?

বাংলাদেশ চিত্র ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ দেশে দীর্ঘ সময় ধরে চলা আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়।

বুধবার (২২ অক্টোবর) সকালে অভিযুক্ত সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের আনা হয় সবুজ রঙের অত্যাধুনিক শীতাতপনিয়ন্ত্রিত দেশের প্রথম ভিআইপি প্রিজন ভ্যানে। উল্লেখ্য, নিরাপত্তা ও সুবিধার কথা বিবেচনা করে দেশেই এই বিশেষ গাড়িটি তৈরি করা হয়েছে।

এই প্রিজন ভ্যানটির নকশায় রয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ভ্যানটিতে মোট তিনটি আলাদা কেবিন রয়েছে। প্রতিটি কেবিনে স্বাচ্ছন্দ্যে ১২ জন করে আসামি বসতে পারে। প্রয়োজনে একটি কেবিনে ১৫ থেকে ১৬ জনও রাখার ব্যবস্থা আছে। কঠোর নিরাপত্তার অংশ হিসেবে প্রতিটি কেবিন আলাদাভাবে তালাবদ্ধ করা যায়।

সুবিধার দিক থেকে পুরো ভ্যানজুড়ে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এছাড়া, সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ড্রাইভিং কেবিনে চালক ও তিনজন পুলিশ সদস্যের জন্য রয়েছে আরামদায়ক আসন। সেখান থেকে মনিটরের মাধ্যমে ভ্যানের ভেতরের সব কার্যকলাপ নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব। আধুনিক সাউন্ড সিস্টেমের সাহায্যে নিরাপত্তাকর্মীরা সরাসরি আসামিদের সাথে যোগাযোগও রাখতে পারবে।

প্রিজন ভ্যানটির মূল কাঠামো ও নির্মাণকাজ সম্পন্ন হয়েছে দেশীয় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। তবে গাড়িটির ইঞ্জিন ও চেসিস জাপানের বিখ্যাত ‌‌‘ইসুজু’ ব্র্যান্ডের। নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করা হলেও গাড়িটির নকশা, সংযোজন ও প্রযুক্তিগত বাস্তবায়ন সম্পূর্ণরূপে দেশীয়ভাবে করা হয়েছে।

Share This Article