কুড়িগ্রামে নুরনবী হলোখানা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

বাংলাদেশ চিত্র ডেস্ক

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে গতকাল সোমবার সকাল ১১ টায় নুরনবী হলোখানা বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের মাঝে হলোখানা ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা পরিষদের উদ্যোগে ছাত্রীদের মাঝে নতুন বাইসাইকেল বিতরণ করা হয় ।

এ সময় হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মন্ডল, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোতালেব হোসেন ব্যাপারী, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলজার হোসেন, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল হোসেন, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াজুল ইসলাম, সংরক্ষিত আসনের মহিলা সদস্য তমিজন বেগম, গণমাধ্যম কর্মী, অভিভাবক ও শিক্ষার্থীরা ।

Share This Article