
কক্সবাজারের কুতুবদিয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোস্তফা বাপ্পী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার কৈয়ারবিল সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আকতার হোসেন (২৯) নামে এক যুবককে আটক করেছে।
নিহত মোস্তফা বাপ্পী লেমশিখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মতি বাপের বাড়ি এলাকার কায়মুল হুদার ছেলে। আটক আকতার হোসেন উত্তর কৈয়ারবিল এলাকার শফিকুর রহমানের ছেলে।
কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন জানান, বাড়ি থেকে বের হয়ে বাপ্পী স্থানীয় এক দোকানে নাস্তা করতে গেলে আকতার হোসেন তাকে ডেকে নিয়ে যায়। পরে ইজিবাইকযোগে আসা আরেক ব্যক্তির সঙ্গে তার তর্কাতর্কি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে বাপ্পী দৌঁড়ে পালানোর সময় মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার পর অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।