আশিক খান, কুমিল্লা প্রতিনিধি ::
খেলাধুলা বাড়ে বল.! মাদক ছেড়ে খেলতে চল…
এমন স্লোগানকে ধারণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা মহানগরীর দক্ষিণ চর্থা বড়পুকুর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিবাহিত বনাম অবিবাহিত এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেনঃ ১৩নং ওয়ার্ড কাউন্সিলর রাজিউর রহমান রাজিব।
বিশেষ অতিথি হিসেবে হিসেবে ছিলেনঃ কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগ নেতা, বড়পুকুর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহাবুব আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন, আজাদ হোসেন, টিপু হোসেন,১৩নং ওয়ার্ড যুবলীগ নেতা সজল মোল্লা, ১৩নং ওয়ার্ড সচিব আজহার উদ্দিন পাভেল সহ অন্যানরা।
খেলাটি দীর্ঘ-৯০ মিনিট অনুষ্ঠিত হয়,একপর্যায়ে অবিবাহিত দলের রিপুর দূদান্ত গোলে এগিয়ে যায়। শেষ মুহুর্তে বিপক্ষ দলের প্লেয়ারের আত্মঘাতিক গোলে ১-১ সমতায় ফিরে।পরে খেলাটি ট্রাইবেকারে ১-০গোলে জয় পায় অবিবাহিত একাদশ। খেলাটিতে রেফারি ছিলেন মির হোসেন মিরু।