কুমিল্লার বুড়িচংয়ের বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে কুমিল্লা নগরের রানীর দিঘির এলাকায় তাঁর বাসা থেকে তাঁকে আটক করা হয়। তিনি উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
বিল্লাল হোসেনের ভগ্নিপতি মফিজুল ইসলাম বলেন, বিল্লাল হোসেন ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে ষোলনল ইউপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও এর পর থেকে তাঁকে দলীয় কর্মকাণ্ড থেকে দূরে রেখে কোণঠাসা করা হয়েছে। গত আট বছরে আওয়ামী লীগের ‘হাইব্রিড’ নেতাকর্মীরা তাঁর ওপর নানা নির্যাতন চালিয়েছেন।
তিনি বলেন, ‘এলাকায় ব্যাপক জনপ্রিয়তা থাকলেও পরে বিল্লাল হোসেনকে ইউপি নির্বাচন করতে দেওয়া হয়নি। তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। হঠাত্ সোমবার রাত ১০টার দিকে ডিবির একটি টিম তাঁর বাসায় এসে তাঁকে তুলে নিয়ে যায়। মামলা ছাড়া তাঁকে কেন নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে এ বিষয়ে তারা আমাদের কিছুই জানাননি। আমরা চাই, তাঁকে যেন সম্মানের সহিত মুক্তি দেওয়া হয়।’
কুমিল্লা জেলা পুলিশের ডিবির ওসি মোহাম্মদ আব্দুল্লাহ কালের কণ্ঠকে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিল্লাল হোসেনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
এই বিষয়ে মঙ্গলবার সকালে বিস্তারিত জানানো হবে।